ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত, গ্রেফতার ৫

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:47 AM

news image

নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে কলোনিতে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জিমখানা রেলওয়ে কলোনির ভেতরে ও পরবর্তীতে মন্ডলপাড়া ব্রিজের ওপর কয়েক দফা পুলিশের গাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এসময় চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-আলম চান, আরিফ ও নাসির। বাকী দুইজনের নাম জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে সদর থানা পুলিশের সদস্যরা আরিফ নামে এক মাদক ব্যবসায়ীতে ধরতে গেলে জিমখানার মাদক ব্যবসায়ী আলম চান তাতে বাধা দেন। এ সময় পুলিশ আলম চান আরিফ ও নাসির নামে আরো একজনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার সময় আলম চানের পরিবার ও অনুসারীরা পুলিশের গাড়িতে কয়েক দফা হামলা চালায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, শহরের জিমখানা রেলওয়ে কলোনীতে মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে তারা আমাদের গাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে গাড়ির চালেকের পাশের গ্লাস ভেঙে চালক আহত হন। তাদের হামলায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে আমরা পুরো জিমখানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছি। এ ঘটনায় রাত ১১ টা পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আলম চান নাম এক মাদক ব্যবসায়ী পুরো জিমখানা বস্তিতে মাদক ব্যবসা পরিচালনা করে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সেই সঙ্গে বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম