ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান ফুলবাড়ী কয়লাখনি ইস্যুতে নিজের অবস্থান জানালেন প্রেস সচিব গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে পাঁচ ইসলামি ব্যাংকের টাকা যেভাবে ফেরত পাবেন গ্রাহকরা ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে: ফখরুল তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের সদরপুর চর চাদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও উঠান বৈঠক কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  11:13 AM

news image

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নিবার গভীর রাতে ছয়জনকে আসামি করে ১৯ বছরের ওই তরুনী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি প্রকাশ পায় রোববার সন্ধ্যায়। মামলার আসামিরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) ও রাশেদ (২২)। এদের মধ্যে প্রথম চারজন আপন ভাই। আসামিদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলায়। মামলায় ওই তরুনী উল্লেখ করেন, মামলার আসামি ও ভুক্তভোগী তরুণী পূর্বপরিচিত। শুক্রবার দুপুরে বন্ধকৃত জমির দলিল ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে। বাকিরা সহায়তা করে।ওই সময় তরুনী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর জানান, ওই তরুনীর পরিবারের সাথে মামলার আসামিদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তারা কেউই এ জেলার বাসিন্দা না। ধর্ষণের পর ওই তরুণীকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নিয়ে নামিয়ে দেওয়া হয়। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম