ঢাকা ১৩ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ২ হাজার চিকিৎসক শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু ধর্ষণ মামলায় খালাস পেলেন সাবেক উপসচিব রেজাউল করিম মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আর নেই চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু সচিবালয়, যমুনা ও শাহবাগ এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৫,  10:54 AM

news image

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বুধবার (১৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো অবস্থায়। ওই অবস্থায় তাকে লাথি, ঘুষি মারছিলেন উত্তেজিত কয়েকজন যুবক। আর অনেকে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের এক চায়ের দোকানি বলেন, ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে। পরে তাকে গাছে বেঁধে মারধর করছে। লাঠি, রড দিয়ে পিটাইছে। মারধরের পর তাকে ছেড়ে দিয়েছে। এ চা দোকানি আরও বলেন, চোর বা ছিনতাইকারী আখ্যা দিয়ে শহীদ মিনারে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। সেখানে কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারিও যেন নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর তারা দেরিতে পেয়েছেন। পুলিশ যখন গেছে, তখন ভুক্তভোগী যুবক বা ঘটনায় জড়িতদের কারও খোঁজ পায়নি। তিনি বলেন, পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম