ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতেই : তাহের জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে: প্রেস সচিব বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল দাম কমলো জেট ফুয়েলের লাইফ সাপোর্টে ফরিদা পারভীন জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল জাকসুর ২ হলে ভোটগ্রহণ বন্ধ মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরির নামে মামলা সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা: আলী রীয়াজ

নারায়ণগঞ্জে ইভন নামে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:52 AM

news image

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামের পূর্ব দিকের সড়কে এই ঘটনা ঘটে।  নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা ইসদাইর এলাকার সাইফুল ইসলামের ছেলে। সাইফুল, শফিকুল ও বাবু নামের তিন সহোদরের হাত পায়ের রগ কেটে দেওয়ার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  ইভনের বাবা বাবু ওরফে জামাই বাবু জানান, তিনি জ্বরে আক্রান্ত। রাত সাড়ে ৮টায় তিনি খবর পান ইভনকে কুপিয়ে জখম করা হয়েছে। তিন ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার মা সহ অন্যরা মিলে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টায় মারা যান। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শহিদুল জানান, সাইফুল, বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভনকে কোপায়। পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভন মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম