ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

নাভালনির মৃত্যু নিয়ে যা বললেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  11:05 AM

news image

শুক্রবার কারাগারে মারা গেছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। তার মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, নাভালনির মৃত্যুর খবর তাকে বিস্মিত করেনি, তবে এতে তিনি ক্ষুব্ধ। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমরা ঠিক কী ঘটেছে তা জানি না। তবে এতে কোনও সন্দেহ নেই যে, নাভালনির মৃত্যু পুতিন ও তার গুণ্ডারা যা করেছিল তারই ফল ছিল।” গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী নাভালনি গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশিপরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দি ছিলেন নাভালনি। শুক্রবার তার মৃত্যু হয়।  রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, “হাঁটাহাঁটি করার পর নাভালনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।” মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, “রুশ কর্মকর্তরা তাদের নিজস্ব গল্প বলবে। কিন্তু এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।” পুতিনের সরকারের দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সাহসীভাবে দাঁড়ানোর জন্য প্রয়াত নাভালনির প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, তিনি রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য অতিরিক্ত পদক্ষেপের ‘বিবেচনা’ করছেন। মার্কিন কর্মকর্তারা নাভালনির মৃত্যুর বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে, নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম