নাটোরের বড়াইগ্রামে এক বৃদ্ধাকে মর্মান্তিকভাবে হত্যা
নিজস্ব প্রতিনিধি
০৭ অক্টোবর, ২০২৫, 12:23 PM
নিজস্ব প্রতিনিধি
০৭ অক্টোবর, ২০২৫, 12:23 PM
নাটোরের বড়াইগ্রামে এক বৃদ্ধাকে মর্মান্তিকভাবে হত্যা
নাটের প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া পৌর শহর এলাকায় মমতাজ বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে মুখোমন্ডল থেতলে হত্যা করা হয়েছে। ৫ অক্টোবর রবিবার রাতে বনপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ড সরদার পাড়ায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। মৃত মমতাজ বেগম, বনপাড়া পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী ও বড়াইগ্রাম উপজেলা বণিক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মৃত ইঞ্জিনিয়ার শফিউল্লাহ মিয়ার স্ত্রী। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর প্রায় এক যুগ তিনি তার নিজ বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে, ছেলে জাকির হোসেন মঞ্জু পাশের বাড়িতেই থাকতো। আর মেয়ে বেবি আক্তার বিয়ের পর থেকেই সপরিবারে ঢাকায় থাকতো। বৃদ্ধার দেখাশোনা ও বাড়ি পাহারা দিতেন সুফিয়া বেগম এবং আবু সামা নামে দুজন। তিনি আরোও জানান, প্রতিদিনের মতোই সুফিয়া বেগম সারাদিনের কাজকর্ম সেরে সন্ধায় তার নিজ বাড়িতে চলে যান এবং রাতে বাড়ি পাহারার দায়িত্বে থাকা আবু সামা এশার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি এসে আবু সামা দেখেন মমতাজ বেগম মুখোমন্ডল থেতলানো ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।পরে আবু সামা মমতাজ বেগমকে ভ্যান যোগে বনপাড়া পৌরশহরের পাটোয়ারী জেনারেল হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।খবর পেয়ে পুলিশ এবং পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। কে বা কারা বৃদ্ধাকে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি গোলাম সারোয়ার হোসেন। এ ঘটনা নিয়ে বড়াইগ্রাম উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান তারেক গভীরভাবে শোকাহত হয়েছেন এবং এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। পরিশেষে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।