ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নাইজেরিয়ায় বোকো হারামের ১৭ সদস্যকে হত্যা করল সেনাবাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  11:26 AM

news image

নাইজেরিয়ায় নর্থ ইস্ট জয়েন্ট টাস্ক ফোর্সের সেনারা বোর্নো এবং আদামাওয়া রাজ্যে ক্লিয়ারেন্স অভিযানের সময় ১৭ জন বোকো হারাম সদস্যকে হত্যা করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন একজন সামরিক মুখপাত্র। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে । গত সোমবার বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ সদর দপ্তর থিয়েটার কমান্ডের ভারপ্রাপ্ত পরিচালক ক্যাপ্টেন রুবেন কোভাঙ্গিয়া বলেন, ‘বুলা ডাবুরু, আলাউ বাঁধ, বিট্টা, কাউরি, আলগাম্বারি, আজিরি এবং বুলাবুলিনের আশেপাশে পৃথক অভিযান চালিয়ে ১৭ জনেরও বেশি বোকো হারাম সদস্যকে হত্যা করেছে সেনারা। এ সময় তারা বেশ কয়েকটি একে-৪৭ রাইফেল, একটি পিকেটি বন্দুক, একাধিক একে-৪৭ ম্যাগাজিন এবং ৭.৬২ মিমি গোলাবারুদ উদ্ধার করেছে।’

এদিকে নিহতদের কাছ থেকে উদ্ধার করা অন্যান্য লজিস্টিক সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২ হাজার ৩০০ লিটার অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও), ১০০০ লিটারেরও বেশি প্রিমিয়াম মোটর স্পিরিট (পিএমএস), দুটি জেনারেটর, একটি ট্রাইসাইকেল, চালের বস্তা, সৌর প্যানেল এবং বেশ কয়েকটি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। কোভাঙ্গিয়া আরও বলেন, ‘সেনারা বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের দ্বারা পুঁতে রাখা ১৪টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত করে বিস্ফোরণ ঘটায়। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত একাধিক আক্রমণাত্মক অভিযান চালায় সেনাবাহিনী।’ উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বোকো হারাম গোষ্ঠী নাইজেরিয়ায় একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই গোষ্ঠীর সহিংস বিদ্রোহের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। এই গোষ্ঠীর কার্যকলাপ দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক কাঠামোর ওপর বিশেষ করে উত্তর-পূর্ব অঞ্চলে বিধ্বংসী প্রভাব ফেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম