ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তা: অভিযুক্ত মার্জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন

#

খন্দকার শাহিন

০২ জুন, ২০২২,  4:07 PM

news image

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্থার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়ার মুক্তির দাবী ও রিমান্ডের নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নরসিংদীর সর্বস্তরের জনগণ নামক ব্যনারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনে মার্জিয়ার মুক্তির দাবীতে আইনজীবী শিরিন আক্তার শেলী বক্তব্যে বলেন, আজকের মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতি দেখে মনে হচ্ছে অশ্লীলতা কেউ পছন্দ করে না। আমাদের আজকের এই মানববন্ধন হলো অশ্লীলতার বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে এবং একজন নিরপরাধ মায়ের মুক্তি। তিনি বলেন, এই জেলাকে কুলশিত করতে বহিরাগতরা কারা এসেছেন নরসিংদী রেল স্টেশনে আমরা জানতে চাই। কাক ডাকা ভোরে আমাদের নরসিংদীতে কি উদ্দেশ্য ছিল একটা নাটকের জন্ম দিয়ে গেলেন। কারা আপনারা এই মন্তব্য করে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,

প্রশানস ও মিডিয়া মিলে স্টেশনের ঘটনাটি অতিরঞ্জিত করেছেন। আপনারা ঘটনার পিছনে মুল উদ্দেশ্যটা কি ছিলো, এটা যদি খতিয়ে বের করতেন তাহলে আজ মার্জিয়ার মত নিরপরাধ নারী জেলে থাকতো না।  সাব্বির ভূইয়া নামে এক তরুণের সঞ্চালনায় এই মানববন্ধনে মার্জিয়ার মুক্তির দাবি করে বক্তব্য আরও রাখেন, নরসিংদী ও ঢাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ ছাত্র নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা। এই মানববন্ধনে মাধ্যমে একটি সুস্থ তদন্ত ও নিরপরাধ মানুষদের যেন প্রশাসন আর হয়রানী না করেন এই দাবী জানানো হয়। প্রসঙ্গত, গত ১৮ মে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ও তার দুই বন্ধুর সাথে তরুণীর পড়নে আধুনিক পোশাক পড়ায় হেনস্তা শিকার হন। পরে হেনস্তার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গত রবিবার ২৯ মে দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার।পরদিন সোমবার (৩০ মে)  সন্ধ্যায় আদালত তাকে ৩ দিনের রিমান্ডে পাঠায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম