ঢাকা ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর বিপুল সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে

#

আইটি ডেস্ক

২৭ মার্চ, ২০২৫,  10:53 AM

news image

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। এবার নতুন এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন আপনার নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করতে পারবেন যে কারো সঙ্গে। এখন হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুজনেই একে অপরের নম্বর দেখতে পান। কিন্তু এখন এমনটি আর হবে না। হোয়াটসঅ্যাপ শিগগির একটি নতুন গোপনীয়তা বৈশিষ্ট্য চালু করতে চলেছে। যার পরে কেউ আপনার নম্বর জানতে পারবে না। আগামী দিনে ব্যবহারকারীর নামের গোপনীয়তা বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণে এরই মধ্যে দেখা গেছে। এই নতুন বৈশিষ্ট্যটি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর নাম বৈশিষ্ট্যের মতো কাজ করে। এই বৈশিষ্ট্যটিতে ব্যবহারকারীরা মোবাইল নম্বর দেখতে পাবেন না। এই পরিস্থিতিতে ব্যবহারকারীর নাম দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজারদের খুঁজতে সক্ষম হবেন আপনি। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে অনেক মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতেন। গ্রুপের লোকেরা সহজেই একে অপরের নম্বর দেখতে পেত। কিন্তু এখন এই নতুন প্রাইভেসি ফিচার আসার পর আপনি গ্রুপের কোনো সদস্যের ফোন নম্বর জানতে পারবেন না। এখন নম্বরের পরিবর্তে আপনি ব্যবহারকারীর নাম দেখতে পাবেন। নতুন এই ফিচার আসার পর মোবাইল নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নামই এখন মানুষের পরিচয় জানাবে। চ্যাটিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইউপিআই পরিষেবাও অফার করে। এই অবস্থায় অপরিচিত কোনো ব্যক্তি আপনার মোবাইল নম্বর জেনে গেলে ফোন করে হয়রানির শিকার হতে পারেন। তাই এখন নতুন এই প্রাইভেসি ফিচার আসার পর মানুষের মোবাইল নম্বর নিরাপদ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম