ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নতুন সময়সূচিতে অফিস শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  10:59 AM

news image

জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে।  এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌‘বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’ বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৭টায় অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কামাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের অফিস সকালে হওয়াতে ভালো হয়েছে। কারণ, ঢাকায় দিন যত বাড়ে রাস্তায় জ্যামও তত বাড়ে। আমি সরকারি একটি অফিসে চাকরি করি। বর্তমানে আমাদের কাজের চাপ বেশি। সকাল সকাল ভালো।’  আইরিন আক্তার। ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন,

‘আমাদের ব্যাংকসেবা আগে ১০টায় ছিল, এখন ৯টায়। ভালো হয়েছে বলবো। কিন্তু আমার স্বামী দেশে নেই। সকালে বাচ্চাকে স্কুলে রেখে অফিসে যেতাম, এখন যে কী হবে! যাইহোক, দেশের স্বার্থে মানিয়ে নিতে হবে।’ মিরপুর থেকে গুলিস্তানগামী বাসের হেলপার তারা মিয়া বলেন, ‘প্রতিদিনের তুলনায় আজ সকালেই রাস্তায় যাত্রী ও গাড়ি দুটিরই চাপ বেশি। নতুন সময়ে ভালো হলো না খারাপ, সেটা বুঝি না। যাত্রী যখন আসবে, তখনই কাজ করবো আমরা। মনে হয় এখন একসঙ্গে সব চাপ।’   প্রসঙ্গত, গত সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণমাধ্যমকে সচিব বলেন, ‘২৪ আগস্ট থেকে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ব‌্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম