নতুন বছর থেকেই সড়ক বিধিমালা কার্যকর : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি, ২০২৩, 1:05 PM
নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি, ২০২৩, 1:05 PM
নতুন বছর থেকেই সড়ক বিধিমালা কার্যকর : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ সড়ক করার জন্য সড়ক পরিবহন আইন করা হলেও বিধিমালা না হওয়ায় সেটা কার্যকর করা যায়নি। এখন বিধিমালা হয়েছে। নতুন বছর থেকে সড়ক পরিবহন আইনের বিধিমালা কার্যকর হবে। সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের অডিটরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী পুরো আয়োজনের প্লাটিনাম স্পনসর দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বকে অবাক করে দিয়েছে। বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে টাকা দেয়নি। আর বিশ্ব ব্যাংক আজকে বলছে, বাংলাদেশের যে উন্নয়ন গাঁথা সেটা সারা বিশ্বকে জানিয়ে দিন।
আজকে এটা সম্ভব হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, শত সড়ক, শত সেতু, আন্ডার পাস, ওভার পাসের কারণে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এই বদলে যাওয়া বাংলাদেশে উজ্জ্বল ছবি। আজকে এখানে এক্সপ্রেসওয়ে হচ্ছে। সার্ভিস লেনসহ ছয় লেন হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে আজ যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি দৃশ্যমান। ব্যাবসার প্রসার হচ্ছে। পাহাড়ে উৎপাদিত পণ্য পচে যেত। সেই দূর দিন এখন আর নেই। দিনে দিনে পাহাড়ের পণ্য চলে যাচ্ছে। ঢাকা থেকে সিলেট, যশোর থেকে খুলনা, পদ্মা সেতু থেকে বেনাপোলসহ আরো বেশ কয়েকটি চারলেন সড়ক করা জরুরি হয়ে পড়েছে। নতুন বছরে আমাদের এরক আরো বেশ কিছু কাজ করতে হবে। মনে রাখতে হবে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়তে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সড়ক করতে হবে। জনবলের ঘাটতি ক্রমে ক্রমে কমে যাবে। রাতারাতি সম্ভব নয়। তবে স্মার্ট প্রকৌশলী তৈরি করতে হবে। তিনি বলেন, আমাদের রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিকূল অবস্থাতেও দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। দেশের সড়ক যতই এগিয়ে যাবে উন্নয়নের পথকে ততই উজ্জ্বল করতে পারবো।
সড়ক বিভাগে অনেক ভালো মানুষ আছেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা ফাঁকি দেন। আসলে তারা নিজেকে ফাঁকি দিচ্ছেন দেশকে ফাঁকি দিচ্ছেন। তাদের জীবনের ব্যার্থতা চিরকাল বইতে হবে। তাই সত্য থাকার চেষ্টা আমাদের করতে হবে। একটা মানুষের কত টাকা দরকার। আমাদের বিবেককে জিজ্ঞেস করার সময় এসেছে। তিনি আরো বলেন, আমাদের সরকারি অফিসারদের প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমন আমাদের ভাবায়। কোনো একটা কারণে বিদেশ যেতে হবে, কেন? অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ কেন, কেন যেতে হবে? বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। কিছু মানুষ টাকা ছাড়া কিছুই বুঝে না। তাদের আরো টাকা দরকার আরো সম্পদ দরকার। কেউ কেউ দেশের টাকা বিদেশে পাচার করেন। এদের আমরা ঘৃণা করি। এদেশ আরো উন্নতি হবে যদি আমরা সর্বক্ষেত্রে দুর্নীতি চুরি পাচার এগুলো বন্ধ করতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর বলেন, আজকে সারা বাংলাদেশ সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়েছে। গত ১২ বছরে যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নীত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পূর্ব শর্ত। আজ দেশে পদ্মা সেতু, কালনা সেতু, মেট্রো রেল, টানেলের মতো যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছে। কিছুদিন আগে শত সেতু, শত সড়ক উদ্বোধন হয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তব। প্রধানমন্ত্রী এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে।