ঢাকা ২৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর নামে মামলার আবেদন নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না : আইজিপি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৭৮ কাশ্মীর উত্তেজনায় টার্গেটে ইউটিউব চ্যানেল, ১৬টি বন্ধ ঘোষণা কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪ ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রসিকিউটর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন শেখ পরিবারের নাম ২১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর নামে মামলার আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৫,  4:47 PM

news image

কুকুরের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানানো কার্টুন প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা করা হয়েছে।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। মামলায় আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মত পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম