ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ধর্ম অবমাননার অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

#

২২ জুন, ২০২৫,  11:15 AM

news image

ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ধর্ম অবমাননার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২০ জুন) রাতে অনুষ্ঠিত চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১ তম সভায় এ সিদ্ধান্ত হয়। অভিযুক্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এরপর শনিবার (২১ জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৯ জুন ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন- এমন লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি ৫(বি) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিবের দপ্তরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শিক্ষার্থী ৮ জুলাই বিকেল ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন। চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তার বক্তব্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ‍শুক্রবার জুমার নামাজের পর চুয়েট ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে ওই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান একদল সাধারণ শিক্ষার্থী। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাতে জরুরি সভায় বসে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম