ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ধর্ম অবমাননার অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

#

২২ জুন, ২০২৫,  11:15 AM

news image

ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ধর্ম অবমাননার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২০ জুন) রাতে অনুষ্ঠিত চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১ তম সভায় এ সিদ্ধান্ত হয়। অভিযুক্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এরপর শনিবার (২১ জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৯ জুন ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন- এমন লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি ৫(বি) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিবের দপ্তরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শিক্ষার্থী ৮ জুলাই বিকেল ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন। চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তার বক্তব্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ‍শুক্রবার জুমার নামাজের পর চুয়েট ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে ওই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান একদল সাধারণ শিক্ষার্থী। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাতে জরুরি সভায় বসে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম