ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে এসেছে জেবুও বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান কাঁধে ধান নিয়ে সারারাত নেতার জন্য অপেক্ষা ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হাড় কাঁপানো শীতে কাবু উত্তরের জনজীবন ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

দেশের ১১ মহানগরে বিএনপির পদযাত্রা আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  11:12 AM

news image

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি নেতারা জানান, এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে। আজ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করছেন। এর আগে গতকাল শুক্রবার ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যও আজ একইভাবে কর্মসূচি পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম