দুই পেনাল্টি মিস, তবুও বড় জয় স্পেনের
স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই, ২০২৫, 12:47 PM

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই, ২০২৫, 12:47 PM

দুই পেনাল্টি মিস, তবুও বড় জয় স্পেনের
দুটি পেনাল্টি মিস করেও দারুণ জয় তুলে নিয়েছে স্পেন। স্বাগতিক সুইজারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোর ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় সেমিফাইনাল, এবং নকআউট পর্বে তাদের প্রথম জয়। সুইজারল্যান্ডের বার্নে শুক্রবার রাতে শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় স্পেন। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। ৯ মিনিটে স্পেনের মারিওনা কালদেনতে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও সুইস রক্ষণভাগ ভাঙতে পারেনি স্পেন। বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে অ্যাথেনা দেল কাসতিলোর গোলে কাঙ্ক্ষিত লিড পায় স্পেন। মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা, চমৎকার এক শটে। দুই গোলের লিড পাওয়ার পর পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে ম্যাচ। ৮৮ মিনিটে আরও একটি পেনাল্টির সুযোগ পায় স্পেন। এবারও ব্যর্থতা—অ্যালেক্সিয়া পুতেয়াস গোল করতে পারেননি। তবে সেই মিস আর ম্যাচের ফল বদলায়নি। নির্ভার জয় নিয়েই শেষ চার নিশ্চিত করে স্পেন। মেয়েদের ইউরোতে এটিই স্পেনের প্রথম নকআউট জয়। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের আসরে কোয়ার্টার ফাইনালেই থেমে যেতে হয়েছিল তাদের। আর ১৯৯৭ সালে সরাসরি সেমিফাইনালে উঠেও ফাইনালের স্বপ্ন ধরা দেয়নি। আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্স ও জার্মানির মধ্যকার বিজয়ীর সঙ্গে। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালি। ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার কাসতিল্লো বলেন, ‘সেমিফাইনালে যেতে পেরে আমরা খুবই আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশটা দুর্দান্ত ছিল। আশা করি আমরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।’