দীর্ঘ ৫৩ ঘণ্টার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
০২ অক্টোবর, ২০২৪, 3:29 PM
NL24 News
০২ অক্টোবর, ২০২৪, 3:29 PM
দীর্ঘ ৫৩ ঘণ্টার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
ওবায়দুর রহমান লিটনঃ প্রায় ৫৩ ঘন্টা পর বকেয়া বেতন ভাতাদির দাবীতে বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে চলমান কর্মসূচি প্রত্যাহার করে তারা। বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতারের বিষয়টি শ্রমিকদের জানানো হলে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জনান, বার্ডস গ্রুপের এমডিকে গ্রেপ্তারের খবর পেয়ে বেলা ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। উল্লেখ্য, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে, তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর ৭ থেকে ৮ শত শ্রমিক তাদের পাওনাদির দাবিতে নবীনগর – চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্হান গ্রহণ করে। ফলে সম্পূর্ণরুপে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা গত দুই রাত রাস্তায় অবস্হান করে অবশেষে বুধবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করে।