ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১, শতকোটির মালিক ২৭ ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

দীর্ঘদিন পর আজ ফিরছেন মিলা

#

বিনোদন প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  12:37 PM

news image

বাংলাদেশের এই প্রজন্মের পপ শিল্পীদের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয় অবস্থানে ছিলেন কণ্ঠশিল্পী মিলা। তার গানে মন দুলতো হাজার হাজার দশর্কের। গানের অবস্থা খুবই ভালো থাকা শর্তেও হঠাৎ করেই একটু একটু করে হারাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে টেলিভিশন অনুষ্ঠানে তাকে সেভাবে দেখা যায়নি। তবে সম্প্রতি স্টেজে বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে পপস্টার মিলাকে। এবার তিনি আসছেন টিভি স্টুডিও ফোনোলাইভ কনসার্টে। গাইবেন একটি বেসরকারি টেলিভিশনের ‘মিউজিক ক্লাব’ নামের এক অনুষ্ঠানে। এই শিল্পী বলেন, ‘অনেক দিন পর স্টুডিও লাইভ করছি। কতদিন,

ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যাক টু ব্যাক ৫-৬টা স্টেজ শো করলাম। আমি সাধারণত টিভিতে শো করি না। স্পেশাল অকেশনে করা হয়। তবে এবার করছি।’ মিলা আরও জানান, ওমিক্রনের থাবা পড়েছে তার মিউজিক পার্টনারের ওপরেও। তাই এ শোটাও অনিশ্চিত ছিল। মিলা বললেন, ‘এটাও হয়তো করা হতো না। কারণ, করোনায় আক্রান্ত হয়েছেন আমাদের ড্রামার। তাই এটা ক্যানসেল করতে চেয়েছিলাম। পরে দেখি প্রমো প্রচার হয়ে গেছে। আর প্রচুর রেসপন্স পেলাম। তাই নতুন ড্রামার নাইমকে নিয়ে ২৬ জানুয়ারি লাইভে আসছি।’সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অন্যদিকে, শুধু পরিবেশনাই নয়, মিলা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। জানা যায়, ‘মিউজিক ক্লাব’র এই পর্বটি প্রচার হবে ২৬ জানুয়ারি রাত ১১টা ২৫মিনিটে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম