ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত করা হবে : আসিফ নজরুল গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি মা-বাবার পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র দেওয়ায় কেন্দ্রসচিবসহ ছয়জনকে অব্যাহতি পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হজে গিয়ে এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশির মৃত্যু সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা

দাড়ি রাখার যত সুবিধা

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  12:01 PM

news image

ক্লিন শেভড হওয়া একসময় পুরুষদের মধ্যে একপ্রকার ট্রেন্ড ছিল। অনেকটা জনপ্রিয়ও ছিল তরুণ মহলে। এখনো সেই দাড়িতেই মজে আছেন অধিকাংশ পুরুষ। একসঙ্গে কয়েকজন পুরুষ আড্ডা দিলে সেখানে দাড়ির প্রসঙ্গ উঠবেই। তবে শুধু পুরুষরা নন, আজকাল নারীরাও আকৃষ্ট হয়ে থাকেন দাড়ির প্রতি। কেউ কেউ তো দাড়িকে ফ্যাশন হিসেবে মনে করে থাকেন। তবে এই দাড়ি ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো কিছুটা জানেনও। সাধারণ অর্থেই শেভ করলে ত্বকে র‌্যাশ বের হয়। বিশেষজ্ঞরা বলছে, দাড়ি রাখা পুরুষদের ত্বকের জন্য ভালো।

এবার তাহলে দাড়ি রাখার উপকারিতা তুলে ধরা হলো। স্বাভাবিকভাবেই নারীদের থেকে পুরুষের ত্বক পুরু বেশি। পুরুষের ত্বকও সংবেদনশীল হয়ে থাকে। তাদেরও ত্বকে ট্যানের সমস্যা হয়ে থাকে। রাস্তার ধুলো-বালি, ময়লা ও রোদ থেকে ত্বককে রক্ষা করতে দাড়ি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও সুরক্ষা করে। অর্থাৎ, মুখের ওইটুকু অংশের সান ট্যান নিয়ে চিন্তার প্রয়োজন হবে না। দাঁড়ি থাকলে সহজেই ত্বকের বার্থক্য প্রতিরোধ হয়। সূর্যের আলো ত্বকের উপর বলিরেখা তৈরি করে। কিন্তু দাড়ি থাকায় সেই সমস্যা হয় না। ক্লিন শেভড হতে হলে বারবার দাড়ি কাটতে হয়। ফলে ত্বকে র‌্যাশের সমস্যা দেখা দিয়ে খাবে। তবে চাপ দাড়ি রাখলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। চাপ দাড়ি রাখলে কদিন পর পর দাড়ি কাটার প্রয়োজন হয় না। মাঝে মাঝে হালকা কেটে নিলেই হয়। আর তাতে ত্বকেরও কোনো ক্ষতি হয় না। আবার শেভড হওয়ার পরে ত্বকে নানা ধরনের প্রসাধনী পণ্য ব্যবহার করতে হয়। সেই সব প্রসাধনী ত্বকের উপর কুলিং এফেক্ট ফেললেও রাসায়নিক পণ্য ত্বকের জন্য ক্ষতিকর। কোনো কোনো বিশেষজ্ঞরা বলে থাকেন, এসব প্রসাধনী পণ্য ত্বকের ক্যানসারেরও কারণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম