ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফাঁড়ির বাথরুমে মিলল নিখোঁজ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

দাখিলের ফরম পূরণের সময় ফের বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  12:00 PM

news image

১০০ টাকা বিলম্ব ফি নির্ধারণ করে দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পাবেন। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষবারের মতো এই সময় বাড়ানো হয়েছে। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদ্রাসাপ্রধান দায়ী থাকবেন। এর আগে, প্রথম দফায় গত ১৬ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম