ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

দক্ষিণ কোরিয়ান অভিনেতা সঙ ইয়ং-কিউর মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  11:13 AM

news image

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সঙ ইয়ং-কিউ মারা গেছেন। সোমবার সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। পুলিশ জানায়, একজন পথচারী গাড়ির ভেতর সঙ ইয়ং-কিউকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে কোনো আত্মহত্যার চিরকুট বা হত্যার আলামত পাওয়া যায়নি। জানা গেছে, মৃত্যুর দুই সপ্তাহ আগে সঙ ইয়ং-কিউ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ড্রাইভিং লাইসেন্স হারান। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তার না করে কেবল প্রসিকিউশনের (আইনপ্রয়োগকারী সংস্থা) কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং একাধিক নাটক ও অভিনয় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘শেক্সপিয়ার ইন লাভ’ থেকেও তিনি সরে দাঁড়ান। জানা যায়, ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এই সমালোচনা ও চাপ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হচ্ছে। অভিনয় জীবনে সঙ ইয়ং-কিউ ছিলেন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘জাদুকর মুরেউল’ দিয়ে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ ‘চিফ চোই’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়। সঙ ইয়ং-কিউয়ের আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম