ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের বাথরুমে মিললো শিশুর লাশ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৫,  10:54 AM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল হাবিব (৬) নামের এক শিশুকে শ্বাসরোধ, মাথায় ও পিঠে আঘাত করে হত্যা করে বাড়ির পাশের ১০০ গজ দূরে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই শিশু উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি মো: আশরাফুল ইসলামের একমাত্র ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮ টায় শিলাইকুঠি বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আল-হাবিবের মা হ্যাপী আক্তার বলেন, শিলাইকুঠি মাদ্রাসা মাঠে আসর নামাজের আগে থেকে স্থানীয় বাচ্চাদের সাথে খেলছিলো হাবিব। আমার একমাত্র সন্তানকে বাড়ি আনার জন্য তাগিদ করি। কিন্ত ওই সময়ে বাড়িতে আসেনি। এর পর থেকে সে নিখাঁজ হয়। আসর নামাজের পর থেকেই আমার সন্তানের খোঁজ করতে থাকি। কিন্তু কোনো জায়গায় খোঁজ মিলছিলো না। রাত ৮ টার পরে জানতে পারি বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে হাবিবের নিথর দেহটি  পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তা সঠিক৷ আমার সন্তানকে যে হত্যা করছে তার বিচার চাই। স্থানীয়রা জানায়, নিহত আল-হাবিবের মাথায় আঘাতের চিহ্ন ও গলায় তার পড়নের শার্ট প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে দিয়েছে। এটা পরিকল্পনা মাফিক হত্যা। যারা এই অমানবিক কাজ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। নিহত হাবিবের বাবা আশরাফুল ইসলাম দীর্ঘ ২ বছর থেকে অসুস্থ। তার সন্তান হাবিবের হত্যার ঘটনাতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম