ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

তীব্র তাপপ্রবাহ: হাসপাতালে বাড়ছে নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর চাপ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  10:20 AM

news image

ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস গরমের মাঝেই বেড়েছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ নিউমোনিয়ার প্রকোপ। ভোলা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন তিন থেকে চারগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। শয্যা সংকট থাকায় একই বিছানায় চিকিৎসা চলছে তিন থেকে চার জনের। একই সাথে হাসপাতালে নোংরা পরিবেশে উল্টো আক্রান্ত হচ্ছেন রোগীর স্বজনরা। হাসপাতালের একজন নার্স বলেন, হাসপাতালে বেডের সংকট আছে। আমাদের বেডের সংখ্যা মাত্র ১৫টা। আজকেও রোগী এসেছেন ৮১ জন যেখানে আমরা নার্স আমরা মাত্র দুইজন। তাই সেবা দিতে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। ভোলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাকিল আহমেদ বলেন, , গরম ও করোনার প্রভাবেই বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা। গত ১০ দিনে ভোলা সদর হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়েছে ৩৮৯ জন শিশু। যার মধ্যে দুই শতাধিকের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত। একই অবস্থা জেলা ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম