
NL24 News
০১ সেপ্টেম্বর, ২০২৫, 2:46 PM
তিনটি ফিশিং বোটসহ ১৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন পূর্ব সীমান্তে মাছ শিকারের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম। দ্বীপের জেলেদের অভিযোগ, এই পূর্ব সীমান্তের সাগরে বহু বছর ধরে বাংলাদেশি জেলেরা মাছ শিকার করে আসছেন। সোমবার ভোর রাতে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বোটগুলো আটক করে। জানা যায়, ধরা পড়া তিনটি বোট সেন্টমার্টিনের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতিটি বোটে ৬ জন করে মাঝি-মাল্লা থাকা অবস্থায় মোট ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি নজরে এনেছি। উল্লেখ্য, গত আগস্ট মাসে অর্ধশতাধিক জেলেকে ফিশিং বোটসহ আটক করে নিয়ে যায় আরকান আর্মি, যাদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।