তারল্য সংকটে পাঁচ ইসলামি ব্যাংক, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৩, 12:39 PM

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৩, 12:39 PM

তারল্য সংকটে পাঁচ ইসলামি ব্যাংক, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
পাঁচ ইসলামি ব্যাংকের চলতি হিসাবে টাকার ঘাটতি থাকায় সতর্ক করে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে ২০ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে চলতি হিসাবের ঘাটতি অর্থ সমন্বয় করতে বলা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, বলেন, ‘পাঁচ ব্যাংককে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। এটা সতর্কবাণী, কোনো সিদ্ধান্ত না।’ পাঁচ ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ব্যাংকগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় চিঠি দিতে পারে, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পেমেন্ট সিস্টেম বিভাগ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, বলেন, ‘ইসলামি ব্যাংকগুলোর সিআরআর এবং এসএলআরের বেশিরভাগ টাকা রাখতে হয় নগদে। যে কারণে সিকিউরিটিজ থাকে খুব কম। এর আগে আইসিবি ইসলামিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কোনো সিকিউরিটিজ ছাড়া একই উপায়ে ধার দেওয়া হয়েছে।’তিনি বলেন, ‘আগামী ২০ কর্মদিবসের মধ্যে ঘাটতি সমন্বয় না করা হলে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হবে কি না, তা পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে।’ সংবাদ সম্মেলনে সহকারী মুখপাত্র ও পরিচালক সরোয়ার হোসেন, সাঈদা খানমসহ অন্যরা উপস্থিত ছিলেন।সূত্র : আরটিভি অনলাইন