ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

তামিমের টি-২০ না খেলা নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:45 AM

news image

ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার যে টি-টোয়েন্টিতে খেলতে চান না তা ২২ জানুয়ারি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে এ প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে। সাময়িক অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছিলেন, ‘গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। এই ছয় মাস আমার ওয়ানডে ও টেস্টে ফোকাস থাকবে।

এরপর যদি বোর্ড মনে করে আমাকে দলে দরকার আছে, আর আমিও প্রস্তুত থাকি তবে আবার খেলার ইচ্ছা আছে। আশা করব, এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।’ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। আরও ছয় মাস বিরতিতে যাওয়ার বিষয়ে তামিমের সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানিয়েছেন টিম টাইগার্সের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের সঙ্গে যদিও এ ব্যাপারে কথা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি বলেন, ‘তামিম তার মতামত জানিয়েছে। এটা পুরোপুরি তার বিষয়। আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি বোর্ডের সঙ্গে তার কথা হয়েছে। আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।’ চলতি বিপিএলে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম ইকবাল। ব্যাট হাতেও দারুণ ছন্দে দেশসেরা এই ওপেনার। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক তামিম। টুর্নামেন্টের এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিও তার দখলে। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ কাপ্তান রিয়াদ। তিনি বলেন, ‘তামিম যখন ব্যাটিং করে তখন আমরা ভরসা করতে পারি। সে যখন সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর এত দুর্দান্ত একটা ইনিংস দেখতে পেয়েছি। এটা আউটস্ট্যান্ডিং নক ছিল।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম