ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তামাক বিরোধী তরুণ ফোরামের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  1:52 PM

news image

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি জানান তামাক বিরোধী তরুণ ফোরাম। ৬ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে “জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি” শীর্ষক এক মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে তামাক বিরোধী তরুণ ফোরামের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও  উপস্থিত ছিলেন। 

তরুণ সমাজের মতে, তামাকপণ্যের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন,যেন সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধি করে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয় এবং একটি কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা হয়।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আকতার। তিনি বলেন, “সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি। এ কারণে ভোক্তারা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। 

পাশাপাশি আসন্ন বাজেটে তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধি–সংক্রান্ত প্রস্তাবণা গুলোও তার বক্তব্যে তুলে ধরেন। প্রস্তাব সমূহঃ নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা; উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা এবং সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার কথাও বলা হয়।

ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার দাবিও জানানো হয় মানবন্ধনে। বলা হয়, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা উচিত। এছাড়া সব তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা দরকার।

তামাক বিরোধী তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত জানান“তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে দীর্ঘ মেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ মোট ১৭ লাখের বেশি মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম