
NL24 News
১৬ সেপ্টেম্বর, ২০২৫, 11:45 AM

তাফসীরে মারেফুল কোরআন-বাংলা অনুবাদের শ্রেষ্ঠ সংযোজন
তাফসীরে মারেফুল কোরআন ইসলামি সাহিত্যের এক মহীরুহ গ্রন্থ। কুরআন মাজীদের গভীর ব্যাখ্যা, সহজবোধ্য ভাষা এবং আধ্যাত্মিক দিকনির্দেশনার সমন্বয়ে এটি আজ বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে। এই গ্রন্থের মূল রচয়িতা হলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফী (রহ.)। তাঁর রচিত উর্দু তাফসীর “মাআরিফুল কোরআন” পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন মাওলানা মুহিউদ্দীন খান। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে প্রকাশিত হয়েছে এর বাংলা সংস্করণ, যা তাফসীরে মারেফুল কোরআন নামে সুপরিচিত।
বাংলা অনুবাদে তাফসীরে মারেফুল কোরআন মোট আট খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রতিটি খণ্ডে রয়েছে কুরআনের সূরা অনুযায়ী ধারাবাহিক ব্যাখ্যা। প্রথম খণ্ডে সূরা ফাতিহা ও বাকারা, আর শেষ খণ্ডে সূরা মুহাম্মদ থেকে সূরা নাস পর্যন্ত বিশদ ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। তাফসীরে মারেফুল কোরআন–এর ভাষা অত্যন্ত সরল ও প্রাঞ্জল, যাতে সাধারণ পাঠকও সহজে কুরআনের অর্থ অনুধাবন করতে পারে। এর ব্যাখ্যায় হাদিস, ফিকহি মাসায়েল, আকীদা এবং প্রাসঙ্গিক সামাজিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশের ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে তাফসীরে মারেফুল কোরআন একটি বড় অবদান। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশিত এই গ্রন্থ আজ মাদরাসা, মসজিদ, লাইব্রেরি ও শিক্ষিত সমাজের ঘরে ঘরে পৌঁছে গেছে। পাঠকরা জানান, তাফসীরে মারেফুল কোরআন শুধু তাফসীর নয়; এটি এক আধ্যাত্মিক দিকনির্দেশনার উৎস, যা হৃদয়ে ঈমানের জ্যোতি ছড়ায়।
এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সহজবোধ্যতা। জটিল আরবি শব্দ ও বাক্য গঠনের ব্যাখ্যা এমনভাবে করা হয়েছে, যাতে নতুন পাঠকরাও বিষয়বস্তু আয়ত্ত করতে পারেন। এজন্যই তাফসীরে মারেফুল কোরআন মাদরাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পাঠক পর্যন্ত সবার জন্য সমান গুরুত্বপূর্ণ।
বাংলা ভাষায় অসংখ্য তাফসীর গ্রন্থ থাকলেও তাফসীরে মারেফুল কোরআন তার স্বকীয়তা বজায় রেখেছে। কারণ এতে শুধু শাব্দিক অনুবাদ নয়, বরং আয়াতের প্রেক্ষাপট, শানে নুযুল, ইসলামী শরীয়তের বিধান এবং আধুনিক জীবনের সঙ্গে সম্পর্কিত দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই কারণে গবেষকরা একে যুগোপযোগী তাফসীর হিসেবে মূল্যায়ন করেছেন।
বর্তমান সময়ে, যখন কুরআনের সঠিক ব্যাখ্যা জানার প্রতি আগ্রহ বেড়েছে, তখন তাফসীরে মারেফুল কোরআন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এই গ্রন্থটি প্রতিটি মুসলিম পরিবারের সংগ্রহে থাকা উচিত। কুরআনের গভীর মর্মার্থ জানতে চাইলে তাফসীরে মারেফুল কোরআন হতে পারে আপনার শ্রেষ্ঠ সহচর। এই গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ‘ইসলামিক বণিক ডটকম’-এ বইটি অর্ডার করা যাবে। ওয়েবসাইট : www.islamicbonik.com। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
Islamic Bonik – Best Islamic Book Provider in Bangladesh