ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

তলানির কাদিজ-গেটাফেতে হোঁচট শীর্ষে থাকা রিয়াল-বার্সার

#

স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২২,  10:14 AM

news image

নিজেদের ডেরায় হুংকার দিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে তলানির কাদিজ। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলের। ভিন্ন ম্যাচে গেটাফের বিপক্ষে জয়হীন রাত দেখেছে বার্সাও। গোল শূন্য ড্র হয়েছে ম্যাচটি। সেভিয়ার বিপক্ষে ড্র’য়ে স্বস্তি খুঁজতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকেও। লা লিগায় জায়ান্টদের নিরুত্তাপ এক রাত দেখল ফুটবল প্রেমীরা। জয় পায়নি টেবিলের শীর্ষ চারে থাকা কোনো দল। এ মৌসুমে তলানির কাদিজে একবার ডুবেছিল বার্সা। এবার সেই পচা শামুকেই পা কাটতে বসেছিল রিয়াল। এদিন ম্যাচের ৫ মিনিটেই রিয়ালকে লিড এনে দেন মারিয়ানো ডায়াজ।

এরপরই ঘুরে দাঁড়ায় কাদিজ। নিজেদের মাঠের সুবিধা নিয়ে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে রিয়ালের রক্ষণভাগ। ম্যাচের ৩৭ মিনিটে রুবেন সোব্রিনোর বুলেট গতির শট জাল স্পর্শ করলে সমতায় ফিরে বিরতিতে যায় কাদিজ। দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের বাধায় পেনাল্টি পায় কাদিজ। তবে সেই ভুল শুধরে ত্রাতা হয়ে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। এরপর আক্রমণে গিয়েও গোল আদায় করতে ব্যর্থ হলে ১-১ ড্র’নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ভিন্ন ম্যাচে গেটাফের বিপক্ষে সহজাত ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। পুরো ম্যাচে জাভি হার্নান্দেজের দল ছিল ছন্দহীন। গোল পায়নি গেটাফেও। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র’নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের ডেরায় হুংকার দিয়েছে সেভিয়া। টেবিলের তিন নাম্বার স্থান দখলের লড়াইয়ে জয় বঞ্চিত রেখেছে মাদ্রিদকে। ১-১ গোলের ড্র’য়ে যথারীতি মাদ্রিদের থেকে ১ পয়েন্ট পিছিয়ে সেভিয়ার পয়েন্ট ৬৭। অন্যদিকে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে সেভিয়াকে চাপে রেখেছে রিয়াল বেটিস। তাদের পয়েন্ট ৬৪। চ্যাম্পিয়নস লিগের রেসে টিকে থাকতে পরের ম্যাচে জয় কিংবা ড্র করতেই হবে সেভিয়াকে। অন্যথায় জয় পেলে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে সেভিয়াকে টপকে চারে উঠে যাবে বেটিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম