ঢাকা ১৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার পিছুহটতে বাধ্য হয়: আলী রীয়াজ ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে: মির্জা ফখরুল রাজধানীতে আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা, এবার রুখে দাঁড়াল জনতা হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

ঢাবি থেকে ৭ কলেজকে আলাদা করতে কমিশন-শিক্ষার্থীদের বৈঠক আজ

#

০৮ জানুয়ারি, ২০২৫,  10:44 AM

news image

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা তৈরি করতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে চার মাসের মধ্যে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলোর স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ প্রাতিষ্ঠানিক একটি কাঠামোতে দাঁড় করাতে বলা হয়েছে। সে অনুযায়ী বুধবার (৮ জানুয়ারি) বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের পরামর্শ সভা করার সিদ্ধান্ত জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউজিসির উপ-পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব মো. জামাল উদ্দিনের সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, অধিভুক্ত সাত কলেজকে ঢাবি থেকে পৃথকীকরণ (আলাদা করতে) এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের করার জন্য পরামর্শ সভা হবে। বুধবার কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) কনফারেন্স রুমে দুপুর ১টায় শিক্ষার্থীদের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির কমিশনের সদস্য, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ মনোনীত বিভিন্ন বর্ষের ও অনুষদের ন্যূনতম ১০-২০ জন ছাত্র প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্যও বলা হয়েছে। এর আগে, গত ডিসেম্বরে চার সদস্যের এই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে কমিটির প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিমউদ্দিন খান। গঠিত এ কমিটি আগামী চার মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে বলে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম