ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

ঢাবিতে সতর্ক অবস্থানে ছাত্রলীগ

#

ঢাবি প্রতিনিধি:

১০ ডিসেম্বর, ২০২২,  10:56 AM

news image

-বিএনপির গণসমাবেশ

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে ঢাবি ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। দুদিন ধরে ক্যাম্পাসে মহড়া দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। মূলত, বিএনপির সমাবেশকে ঘিরে ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের নাশকতা রুখতেই এ সতর্ক অবস্থান নিয়েছে তারা। বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদায়ী সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

কেন্দ্রীয় ছাত্রলীগ থেকেও একই নির্দেশনা দেয়া হয়। এর পরদিন বহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যান্টিন, নীলক্ষেত, কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল ও হাইকোর্ট মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন হল শাখার নেতাকর্মীদের মোটরসাইকেলের শোডাউনও দিতে দেখা যায়। এছাড়াও শুক্রবার (৯ ডিসেম্বর) ক্যাম্পাসের প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে  ‘বিজয় মঞ্চ: সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রতিবাদী গান, নাচ, আবৃত্তি, মঞ্চ নাটক, মূকাভিনয় ও বিতর্কসহ নানা পরিবেশনা থাকবে। এই আয়োজনে ‘সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ’ থাকবে বলেও জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম