ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ঢাকা টেস্ট: তৃতীয় দিনও পরিত্যক্ত

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২১,  4:18 PM

news image

ঢাকা টেস্টের তৃতীয় দিনও জয় হল বৃষ্টির। টানা বর্ষণে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। মাঠে গড়ালো না একটি বলও। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়া খেলার উপযুক্ত থাকলে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। মোট ৯৮ ওভার খেলার পরিকল্পনা করা হয়েছে। ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে প্রকৃতির এই খেলা। প্রথম দিনে বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা হয় ৫৭ ওভার। দ্বিতীয় দিনেও সারাদিন ছিল গুড়িগুড়ি বৃষ্টি। খেলা হয়েছে কেবল ৬.২ ওভার। তৃতীয় দিন খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। কিন্তু মিরপুরে আকাশে রাত থেকেই চলছে বৃষ্টি। সারাদিনেও অবস্থার উন্নতি হয়নি। তাই ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ দুই দলের খেলোয়াড়দের হোটেলেই থাকতে বলেছেন। সকাল থেকেই হোটেলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দল।  এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে, তাতে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন আজহার আলি ১৩৬ বলে ৫২ রানে। তার সঙ্গী অধিনায়ক বাবর আজম খেলছেন ১১৩ বলে ৭১ রানে। এই টেস্টের এক ইনিংসও শেষ করা যায়নি। আজ তৃতীয় দিন খেলা না হওয়ায় বাকি থাকল দুই দিন। শেষের দুই দিনেও ম্যাচের ফল হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান চালকের আসনে থেকে প্রভাব বিস্তার করতে পারে ম্যাচে। স্বাগতিকদের চেয়ে পেস বোলিং বিভাগে এগিয়ে থাকা সফরকারীদের জন্য ইতিবাচক। আবহাওয়াও পেস বোলারদের অনুকূলে। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, কাল সকালে আকাশে সূর্যের দেখা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে ক্ষেত্রে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দুই দিনে কিছু ব্যাট-বলের লড়াই দেখার আশাও আরেকটু আলো পাচ্ছে। দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম