ঢাকা ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
ঘন কুয়াশা: শাহজালালে বিমান ওঠা-নামায় বিঘ্ন, নামতেই পারেনি ৬ ফ্লাইট ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানাল আবহাওয়া অফিস প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর রাজধানীতে স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে ১০ পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করলো সৌদি এবার ছোলা এসেছে দ্বিগুণ রোজায় স্বস্তির আশা ঝালকাঠিতে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে বিরামপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত পেন্টাগন থেকে সরছে চার গণমাধ্যমের কার্যালয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতির বন্ধে চালকদের মানববন্ধন

#

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  3:41 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি-ছিনতাই রোধে মানববন্ধন করেছে চালকরা। রবিবার (০২ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী শব্দলপুর-ইলিয়টগঞ্জ এলাকায় ওই মানববন্ধন করে তারা। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে চালকরা। এসময় বিভিন্ন হালকা যানবাহনের চালক ও যাত্রীরাও একাত্মতা করেন। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ৮-১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টায় পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ চালকরা মহাসড়ক  থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। জানা যায়, গত ৩-৪ মাস যাবৎ মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়কের যাত্রবাহী প্রাইভেট পরিবহনগুলোতে রড ছুড়ে ডাকাতিও ঘটছে অহরহ। এখানে রয়েছে একাধিক চক্র। স্থানীয় চোর, ডাকাত ও ছিনতাইকারীদের যোগসাজসে আন্তঃজেলা ডাকাতদল চক্র সক্রিয় রয়েছে। ডাকাতদল চলন্ত গাড়িতে হঠাৎ লোহার রড ছুরে মারে। চালকরা যান্ত্রিক ত্রুটি ভেবে দ্রুত গাড়ি থামাতেই ডাকাতদল আক্রমন করে। ছিনিয়ে নেয় যাত্রীদের সর্বস্ব। কোন পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে চালকরা ওয়াসরুম ব্যবহার বা বিশ্রাম করতে গেলে পড়তে হচ্ছে ছিনতাইকারীদের কবলে। এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের যথাযথ ভূমিকা নেই বলে অভিযোগ করেন চালকরা। বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু অভিযোগ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারে হামলা, চালকদেরকে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়ক সংলগ্ন হোটেল রেস্তোরার সামনে যাত্রাবিরতিকালে হিজড়াদের চাঁদাবাজিতে অস্থির গাড়ি চালক ও যাত্রীরা। আবার ডাকাতদল ডাকাতি শেষে কৌশলে চালকদের ইঙ্গিত করে যাত্রীদের কাছে ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে অহরহ চালকরা বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তা চান চালক ও মালিকরা। এদিকে, চালকদের মহাসড়ক অবরোধের ঘটনায় ঘটনাস্থলে আসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক সহ পুলিশের একাধিক টিম।দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর জানান, চালকদের দাবীগুলো যৌক্তিক। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম