ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিলো কারিগরি কমিটি স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ১৮৬ বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড

ঢাকাস্থ সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত দোয়া ও ইফতার সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  2:20 PM

news image

ঢাকাস্থ সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত  দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ  শুক্রবার  (১৮ রমজান) রাজধানীর মগবাজার নিউ ইস্কাটন রোড সংলগ্ন একটি চাইনিজ রেস্টুরেন্টে মাসুম বিল্লাহ খান স্বপন এর সভাপতিত্বে এবং রাহমাতুল্লাহ খান মিথুনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। এতে ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় শুভেচ্ছা বক্তব্যে নিজাম উদ্দিন খান, কামাল মল্লিক, মুসফিকুর রহমান সিপার, এডভোকেট দেলোয়ার হোসেন ফেরদৌস,আঃ রব জলিল মাস্টর, শামীম আহম্মেদ খান, গোলাম মোস্তফা, হাফিজুর ইসলাম সিকদার খোকন, রেজাউল করিম খান,এডভোকেট জহিরুল ইসলাম সুমন মুন্সী, আঃ রাজ্জাক খান,নাছির উদ্দিন,কবির হোসেন, ফাইদুজ জামান সেহাগ মুন্সী, বিপ্লব খলিফা, বাহাদুর খান ,এডভোকেট এনামুল হক মোস্তাক, ইমরান হোসাইন হিরু সহ প্রমূখ। বক্তারা বলেন, আজকের এই ইফতার মাহাফিল অনুষ্ঠানে আমরা ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন  শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়েছি। এতে একটা মিল বন্ধন সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে এই ঐক্য অটুট রাখতে সকলের সর্বাত্বক চেষ্টা অব্যহত থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির আগামীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয়ে ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের ব্যক্তিবর্গরা ঐক্যবদ্ব। এবারের ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- তরিকুল ইসলাম মাসুম ও মিজানুর রহমান। তাদের এই দু'জনের অক্লান্ত পরিশ্রমের ফলে এরকম একটি মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে এ অনুভূতি প্রকাশ করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  মাওলানা রুহুল আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম