ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে গেছেন সাবেক আইজিপি মামুন বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না: দুলু ভাঙারি দোকান দখল নিয়েই ব্যবসায়ীকে হত্যা: পুলিশ দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

ডেপুটি গভর্নর হচ্ছেন নূরুন নাহার

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  12:32 PM

news image

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার ডেপুটি গভর্নর হতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে তাঁকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের প্রক্রিয়া চুড়ান্ত করেছে। নূরুন নাহারের নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার সংক্ষেপ গত রবিবার অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা বিবেচনা করে পিআরএল স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১৯ সালের ১১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের জন্য তিনি ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তিনটি স্থায়ী ও একটি বছর ভিত্তিক সংরক্ষিত পদসহ চারটি ডেপুটি গভর্নরের পদ রয়েছে। চলতি বছরের ১ জুলাই একটি ডেপুটি গর্ভনরের পদ শুন্য হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গর্ভনর নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার স্বীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুল নাহারকে ডেপুটি গর্ভনর পদে হিসেবে নিয়োগের জন্য ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠায়। নূরুন নাহার ১৯৮৯ সালে সহকারি পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। বিভিন্ন বিভাগে কাজ করেছেন। সবশেষ ২০১৯ সাল থেকে নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি বিভাগ, নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন। তার ৩৪ বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম