ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজতে গেলে হতে পারে ভয়ঙ্কর বিপদ

#

১২ জুন, ২০২৫,  1:26 PM

news image

ডিজিটাল যুগে সম্পর্ক গড়ার রাস্তাও হয়েছে প্রযুক্তিনির্ভর। বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই সঙ্গী খুঁজতে ভরসা রাখছেন ডেটিং অ্যাপের ওপর। কিন্তু এই অ্যাপগুলোর আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসতর্কতায় ডেটিং অ্যাপে পরিচয় থেকে বড় ধরনের প্রতারণার শিকার হওয়া এখন নতুন কিছু নয়। ডেটিং অ্যাপ যেমন নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেয়। তেমনই কিছু ভয়ঙ্কর ঝুঁকিও তৈরি করে। বিশেষত যদি সাবধানতা না নেওয়া হয়।

ডেটিং অ্যাপে কী কী বিপদ হতে পারে ?

ক্যাট ফিশিং: ভুয়া প্রোফাইল তৈরি করে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা। অপরাধীরা নকল ছবি ও পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে, তারপর অর্থ আত্মসাৎ করে।

রোম্যান্স স্ক্যাম: প্রেমের জালে ফেলে ব্যক্তিগত ছবি বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করা হয়।

স্পাইওয়্যার হ্যাকিং: বিশ্বাস অর্জনের পর লিংক বা ছবি পাঠিয়ে ফোনে ম্যালওয়ার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়। লিংকে ক্লিক করালে ফোনে ভাইরাস বা তথ্যচুরির আশঙ্কা। ব্যাংক তথ্য বা অর্থ চেয়ে নেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট ফাঁকা।  

আর্থিক প্রতারণা: ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর বা ওটিপি নিয়ে একাধিক কিস্তিতে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বাড়ছে।

বড় ষড়যন্ত্র বা নজরদারি: অপরাধমূলক চক্রের টার্গেটে পরিণত হওয়া। ডেটিংয়ের নাম করে ব্যক্তির গোপন তথ্য নিয়ে বড় ধরনের অপরাধ বা নজরদারির চক্রে ফাঁসানো হয়

সতর্কতা জরুরি  

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ—অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা অর্থ কখনও দেওয়া উচিত নয়। সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে অ্যাপ রিপোর্ট ও ব্লক করুন।সঙ্গী খুঁজতে গিয়ে যেন বিপদে না পড়তে হয়, তাই ডেটিং অ্যাপ ব্যবহারে চোখ-কান খোলা রাখা এখন সময়ের দাবি।

সতর্ক থাকার উপায়:

অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা অর্থ দেওয়া থেকে বিরত থাকুন।

সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।

ভিডিওকল বা সরাসরি দেখা না হলে গভীর সম্পর্ক গড়ার আগে ভাবুন।

সন্দেহ হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন ও ব্লক করুন।

ভরসা করতে হলে সময় নিন। বাস্তব যাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক নয়। এ ছাড়া আরও বড় অপরাধের ছকও থাকতে পারে। অনলাইন ডেটিং অ্যাপে প্রেমের জাল বিছিয়ে কোনো ব্যক্তির গোপন তথ্য সংগ্রহ করেছে অপরাধী। সে ক্ষেত্রে খুব বড় ষড়যন্ত্রের চক্র থাকতে পারে। এক বার সেখানে ফেঁসে গেলে আপনার বড় বিপদ হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম