ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ

ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:33 PM

news image

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, ডেঙ্গুর প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। হাসপাতালে ডেঙ্গু রোগী জায়গা পাচ্ছেন না। দেখার যেন কেউ নেই, সবাই তামাশা দেখছে। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগী জায়গা পাচ্ছেন না। চিকিৎসার জন্য হাহাকার উঠেছে। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। জি এম কাদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে মানুষের বিশ্বাস নেই। মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, চলতি বছর ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৮২৩ জন। মারা গেছেন ৬৩৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম