ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

ডিম দিয়ে চাইনিজ সাইড ডিশ

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ মে, ২০২৩,  10:41 AM

news image

চিকেন চিলিতো অনেকেই খেয়েছেন, কিন্তু এগ চিলি খাওয়া হয়েছে কি। ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিলি খেতে বেশ ভালোই লাগে। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এগ চিলি।

জেনে নিন এগ চিলির রেসিপি-

প্রথমে সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার ৩ চামচ, সামান্য লবণ, গোলমরিচ ১/৩ চামচ, একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে। ঘন গোলা তৈরি হবে তাই পানি খুব সামান্য মেশাবেন। এবার একটি বাটিতে তিন চামচ ময়দা নিয়ে তাতে ডিমের টুকরো ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে ডিপ ফ্রাই করার মত তেল ভালো করে গরম করুন। এবার ময়দা থেকে একটা একটা করে ডিম তুলে গোলায় ডুবিয়ে তেলে ভাজুন। এই ভাজা বেশ ক্রিস্পি হবে। এবার আরেকটি কড়াইতে ৩-৪ চামচ তেল দিন তা গরম হলে তাতে ২ চামচ রসুন কুচি, এক চামচ আদা কুচি আর মরিচ কুচি দিয়ে এক মিনিট ভাজুন। ভাজার পর তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। এবার সয়া সস, টমেটো সস, সেজোয়ান সস, হাফ চামচ ভিনেগার, স্বাদমতো লবণ-চিনি আর হাফ চামচ মরিচগুঁড়ো ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিন। ঘন গ্রেভি হলে ডিমের টুকরোগুলো দিন। নামানোর আগে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন।ফ্রাইড রাইস বা চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম