সংবাদ শিরোনাম
ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে যে তথ্য দিলো স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
০৯ মে, ২০২২, 2:55 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ মে, ২০২২, 2:55 PM
ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে যে তথ্য দিলো স্বাস্থ্য অধিদপ্তর
জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় এপ্রিলে। ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়েছেন খুলনা বিভাগের মানুষ। আর বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। অধিদপ্তরের তথ্যমতে, ১১ এপ্রিল সবচেয়ে বেশি ১১ জন মারা যান। আর ওইদিন সবচেয়ে বেশি আক্রান্ত হন ৬৯৮ জন। তবে বর্তমানে দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পর্কিত