ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার রাকসু নির্বাচনে নারী প্রার্থী সংকট, নিরাপত্তা চান ভোটাররা হাইকমিশনের খালি গাড়িতে আ. লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ বরগুনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক হত্যা, গ্রেপ্তার দুই ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০ ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি কঙ্গোতে দুই নৌকাডুবিতে কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে ৬৪ হাজার ৭৫৬ জাকসু নির্বাচনে তৃতীয়দিনের মতো চলছে ভোট গণনা কতটুকু জাম্বুরা খেলে ভিটামিন সির চাহিদা পূরণ হবে

ডাকসু ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

#

১০ সেপ্টেম্বর, ২০২৫,  11:01 AM

news image

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে জানিয়েছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন করা সব শহীদদের। ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ সব শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করুন। নব নির্বাচিত ভিপি বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন, আমরা যথাযথ পালন করব। আমারা কথা দিচ্ছি, ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বির্নিমাণ না করা পর্যন্ত থামব না। তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নই, একে অপরে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।  সাদিক কয়েম বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। আমরা যারা এক সঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা, আমরা আশা করব তারা যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম