ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান নাগরিকত্ব আইন সহজ করছে কানাডা তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১২.৮ ডিগ্রিতে ইসির সঙ্গে ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সংলাপ আজ ভূমিকম্পে ঝুঁকি এড়াতে মাউশির একগুচ্ছ নির্দেশনা মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু হচ্ছে আজ ড. ইউনূসের সঙ্গে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধানের বিদায়ী সাক্ষাৎ

ডাকসু নেত্রীর বাসায় ককটেল নিক্ষেপ, গ্রেফতার ৪

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৫,  10:48 AM

news image

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- নগরের কেওয়াটখালী এলাকার মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আরিফ (৩০), বিপুল (২১), আকুয়া ওয়্যারলেস গেট এলাকার রাজন (১৯)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে ওই চার আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম