ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করালো বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৫,  10:47 AM

news image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করিয়েছে। গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪-এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরদিন মঙ্গলবার (৩ জুন) বিজিবি তাদের সীমান্তে আটক করে, পরে থানায় হস্তান্তর করা হয় এবং বিকেলে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন-  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের মৃত আখতার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৯), তার স্ত্রী রোজিনা বেগম (২৩), ছেলে রমজান আলী (৪); একই উপজেলার শিমুলবাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে শাহীন আলী (২৮), তার স্ত্রী রোজিনা বেগম (২৫), ছেলে ইয়াসিন (১০), মেয়ে মর্শিদা (৭), ছেলে আবু বক্কর (৩); বোয়ালবীর এলাকার আব্দুল হালিমের ছেলে শফিকুল ইসলাম (৩১), তার স্ত্রী নুর নাহার (২৫), ছেলে নুর আলম (৯), মেয়ে সুমাইয়া (৭) ও সুমনা (৫)। ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে বসবাস করে আসছিলেন। বিএসএফ তাদের বহরমপুর ক্যাম্প থেকে পুশইন করে। বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, যাচাই শেষে আটককৃতদের বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম