ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁওয়ে শীতের আগাম আমেজ

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ধীরে ধীরে নেমে আসছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরেই ভোরে কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, আর সঙ্গে বইছে হিমেল হাওয়া। ফলে আশ্বিন মাসের প্রথম ভাগেই ঠাকুরগাঁওবাসী পাচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের দিকে অনেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। আবার সকালে রোদ উঠতেই শুরু গরম। প্রকৃতির এই বৈপরীত্য মৌসুম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কৃষকেরা বলছেন, শীতের আগাম উপস্থিতি ধান ও সবজির জন্য ভালো হলেও অতিরিক্ত ঠান্ডা পড়লে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে ভোর ও সকালে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হবে। আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, ‘উত্তরের জেলা হওয়ায় ঠাকুরগাঁওয়ে অন্য এলাকার তুলনায় শীত আগে আসে। ভোর ও সকালে কুয়াশা ও হালকা ঠান্ডা বাতাস চলতি মাসের শেষ ভাগে আরও বাড়তে পারে।’ এদিকে হঠাৎ শীতের স্পর্শে সাধারণ মানুষও প্রস্তুতি নিতে শুরু করেছে। শহরের বাজারে পাতলা কম্বল, সোয়েটার ও চাদরের খোঁজ শুরু হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য অনেক পরিবার আগেভাগেই শীতের কাপড় গুছিয়ে রাখছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা কৃষক আব্দুল হাকিম বলেন, ভোরে ঘুম থেকে উঠলেই ঠান্ডা হাওয়া লাগে। মাঠে কাজ করতে গেলে এখন গায়ে পাতলা চাদর নিতে হচ্ছে। তবে শীত বেশি হলে সবজির ক্ষতি হওয়ার ভয় আছে। অন্যদিকে কলেজছাত্রী আফসানা আক্তার বলেন, সকালে ক্লাসে যেতে হলে জ্যাকেট পরে বের হতে হয়। দুপুরে আবার গরম লাগে। এভাবে ঠান্ডা-গরমে সর্দিকাশির সমস্যা বাড়তে পারে। প্রকৃতির এই আমেজ ঠাকুরগাঁওবাসীকে আগাম শীতের স্বাদ দিচ্ছে। তবে কৃষি ও স্বাস্থ্যখাত উভয়ের দিক থেকেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম