ঢাকা ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরে নকল নবীস এসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায়: নুরুল হক নুর যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ সরকারের ৭২’র সংবিধানের মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়: আলী রীয়াজ সাবিনা ইয়াসমিনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল চতুর্থদিনের মতো অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা ১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

ট্রাম্পের শুল্কের ক্ষিপ্র জবাব দেবে কানাডা: ট্রুডো

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  10:50 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের যে হুমকি দিয়ে রেখেছিলেন তা শনিবার থেকেই কার্যকর করার ঘোষণা দিয়েছেন। তার এ পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরাল এবং যুতসই জবাব দেওয়া হবে| টিভিতে এক মন্তব্যে তিনি বলেন, ‘আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে।’ বক্তব্যে কানাডার নাগরিকদেরকে সামনে কঠিন সময় আসার বিষয়েও সতর্ক করেছেন ট্রুডো। কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে তিনি বলেন, ‘দেশ বর্তমানে সংকটময় মূহুর্তে রয়েছে।’ ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। যদিও এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্য ও সেবার ৭৫ শতাংশই পাঠায় কানাডা। ফলে ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ হলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হবে। সেকথা প্রকাশ্যেই জানিয়ে ট্রুডো বলেন, ‘আমি রাখঢাক করব না। আগামী দিনগুলোতে আমাদের দেশ কঠিন সময়ের মুখে পড়তে পারে।’ বিবিসি জানিয়েছে, অটোয়ার কর্মকর্তারা কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম