ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ মে, ২০২২,  1:05 PM

news image

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। আর প্রথম টেস্ট সামনে রেখে আজ সন্ধ্যাতেই চট্টগ্রাম যাবে টাইগাররা। এর আগে ১০ ও ১১ই মে বিসিবির নির্ধারিত একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সিংহলিজ শিবির। রাজনীতি ছাড়াও ক্রিকেটীয় পরিবেশেও চ্যালেঞ্জ লঙ্কানদের সামনে। কয়েকদিন আগে কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। হেড কোচ সিলভারউড, বোলিং কোচ চামিন্দা ভাস ও সহকারী কোচের দায়িত্বে নাভিদ নেওয়াজ। বেশ কজন নতুন খেলোয়াড় নিয়ে লঙ্কান দলকে কতোটা আত্মবিশ্বাসী করতে পারবেন তারা বাংলাদেশের মতো অভিজ্ঞ দলের সামনে তাও দেখার বিষয়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতে চট্টগ্রামে রওনা হওয়ার আগে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন। চট্টগ্রামে প্রস্তুতি চলাকালীন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের কারণে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে কিছুটা ছেদ পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সেখান থেকে বের হয়ে আসতে চান মমিনুল হকরা। প্রোটিয়াদের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ। সফরে শুরুটাও দুর্দান্ত ছিল টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে ওয়ানডের মতো টেস্টে জ্বলে উঠতে পারেনি, দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টেস্টে হারের স্বাদ পেলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেকএনা দেশের বিপক্ষে এটি টাইগারদের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির। ২২ টেস্টের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে টাইগাররা। আর ১৭টিতে হার ও চারটিতে ড্র করে বাংলাদেশ। ২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম ১২ ম্যাচের সবগুলোতেই জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশ হারে পাঁচটিতে, একটি জয় পায় ও ড্র করে চারটিতে। জয়টি ছিল ২০১৭ সালে।

প্রথম টেস্টে বাংলাদেশ দল

মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম