ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সচিবালয় গেটে সংঘর্ষ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করল সরকার কুড়িগ্রামে হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন চট্টগ্রামে জেলের জালে উঠে এলো মর্টারশেল তিব্বতে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬ আসছে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত দেশে যে কোনো সময় ৭ মাত্রার ভূমিকম্পের শঙ্কা

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেখানে রশিদ ছাড়া আর কেউ নেই

#

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই আফগান লেগ স্পিনার রশিদ খান দেখালেন কেন তাকে ক্রিকেট দুনিয়ার এক অনন্য প্রতিভা বলা হয়। বুলাওয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে রশিদ আবারও প্রমাণ করলেন তার দুর্দান্ত ফর্ম। টেস্ট ক্যারিয়ারের মাত্র ৬ ম্যাচে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়া রশিদ এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

রশিদ খানের টেস্ট ক্যারিয়ার যেনো এক গল্পের মতো। ৬ টেস্টের ক্যারিয়ারেই তিনবার ম্যাচে ১০ উইকেট পাওয়া রশিদের মোট উইকেট ৪৪টি। টেস্ট ইতিহাসে প্রথম ৬ টেস্টে রশিদের চেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার আছেন মাত্র দুইজন। এদের একজন চার্লি টার্নারকে ছোঁয়ার কোনো সম্ভাবনা এই টেস্টে আর নেই রশিদের। ১৯ শতকের অস্ট্রেলিয়ার বোলার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে উইকেট পেয়েছিলেন ৫০টি।

টার্নারকে ছুঁতে না পারলেও প্রথম ৬ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে আসার সম্ভাবনা আছে রশিদের। দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার প্রথম ৬ টেস্টে পেয়েছিলেন ৪৫ উইকেট। আজ সোমবার জিম্বাবুয়ের শেষ ২ উইকেট নিতে পারলে রশিদের উইকেট হবে ৪৬টি। সব মিলিয়ে টেস্টে ১০ জন বোলার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের ৪০ উইকেটের বেশি পেয়েছেন। তবে তাদের কেউ রশিদের মতো তিনবার ১০ উইকেট নিতে পারেননি। রশিদের এমন ধারাবাহিকতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক। এরপর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথমবার ১০ উইকেট। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকবার ১১ উইকেট। চার বছর পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আবার ১০ উইকেট নিয়ে রশিদ দেখালেন, বিরতি তাকে ছুঁতে পারেনি। রশিদ খানের এমন প্রত্যাবর্তন শুধু আফগানিস্তানের নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্যই এক বড় উদাহরণ। তাঁর স্পিন ম্যাজিকে ভবিষ্যতে আরও কত রেকর্ড ভাঙবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম