ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা ‘প্রশাসনের পক্ষ’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি-বিএনপির আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াতের আমির চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইটারের মালিকানা কিনলেন ইলন মাস্ক

#

আইটি ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  11:39 AM

news image

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবার টুইটারের মালিকানায় যুক্ত হয়েছেন। বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এর মাধ্যমে টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হলেন মাস্ক। এ খবর সামনে আসতেই শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে টুইটারের শেয়ারের দাম। সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি দাম বেড়েছে টুইটারের শেয়ার। মর্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের আনুমানিক ৭৩.৫ মিলিয়ন শেয়ার কিনেছেন

। ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই টুইট করেন তিনি। আর এবার সোশ্যাল সাইটটির মালিকানাতেও যুক্ত হলেন। যদিও এর আগে টুইটারের ‘বাকস্বাধীনতা’ পলিসি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছিল ইলন মাস্ককে। এমনকি নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করবেন বলেও জানিয়েছিলেন।  মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তাঁর সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার! উল্লেখ্য, ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম