ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা নির্বাচনের ৫ দিন আগেই মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশের বেশি ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে গণভোটের চারটি প্রশ্নের একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায় শনিবার থেকে নতুন পোশাকে পুলিশ হিরো আলম গ্রেপ্তার ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ রোববার ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

টি-টোয়েন্টিতে বৈভবের বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫,  11:03 AM

news image

ফের নতুন রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। এবার আট দলের এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকান বৈভব। ম্যাচটি অনুষ্ঠিত হয় দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।  এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা যৌথ ভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ঋষভ পন্থ ৩২ বলে শতরান করেছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন উরভিল প্যাটেল ও অভিষেক শর্মা, যারা ২৮ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন। সূর্যবংশী ফিফটি পূর্ণ করেন ১৬ বলে। পরের ১৬ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। শতরানে পৌঁছানোর পথে ইনিংসের এগারোতম ওভারে হর্ষিত কৌশিককে টানা চার বলে মারেন ছক্কা, পঞ্চম বলে চার। শেষ পর্যন্ত ১৩তম ওভারে মোহাম্মদ ফরাজউদ্দিনের বলে আহমেদ তারিককে যখন ক্যাচ দেন। সূর্যবংশীর নামের পাশে ৪২ বলে ১৪৪ রান, ১১টি চার ১৫টি ছক্কা। ১৪ বছর বয়সী সূর্যবংশীর দেড়শ ছুঁইছুঁই ইনিংসটির পর ভারত ‘এ’ দলের দ্বিতীয় সর্বোচ্চ আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। ৩২ দলের ইনিংসে ৮ চার ৬ ছক্কায় ৮৩ রান করেন অধিনায়ক জিতেশ। সংযুক্ত আরব আমিরাত ২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ভারত ‘এ’ দল জেতে ১৪৮ রানের বড় ব্যবধানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম