ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন, ‘বিমানে বোমা আছে’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে নামছে পানি, বাড়ছে দুর্ভোগ চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত করা হবে : আসিফ নজরুল গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি মা-বাবার পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও

টিসিবির জন্য তেল-চিনি কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  4:18 PM

news image

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি এবং ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৪ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। চিনি কিনতে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা এবং তেলে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে। মোট ব্যয় হবে ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান। আজকে টেবিলে চিনি ও সয়াবিন তেলের দুটি প্রস্তাব এসেছে। দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দর পদ্ধতিতে সিঙ্গাপুরের প্রিন্সিপাল মেট্রিস প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এখানে প্রতি মেট্রিক টন চিনির মূল্য ধরা হয়েছে ৪৭৭ দশমিক ৯৪ মার্কিন ডলার হিসাবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। তিনি বলেন, একই পদ্ধতিতে সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬১ দশমিক ৩৭ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম