ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

টানা চতুর্থ জয়ে সেমিতে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  11:00 AM

news image

লক্ষ্য ১৬৪ রান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংগ্রহ যথেষ্টই চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের বিপক্ষে এই রান তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। দ্রুত হারিয়ে ফেলে আরও দুই উইকেট। কিন্তু ষষ্ঠ উইকেট জুটির দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। যদিও শেষ পর্যন্ত পারেনি তারা। ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে যায় শ্রীলঙ্কা। এটি ইংল্যান্ডের টানা চতুর্থ জয়। এই জয়ের সুবাদে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে ১৬৩ রান গড়ে ইংল্যান্ড। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩৭ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া ভানুকা রাজাপাকসে ও  দাসুন শানাকা ২৬ রানের দুটি ইনিংস খেলে দলকে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস জর্ডান দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান।   এর আগে প্রথমে ব্যাট করতে নমে দলীয় মাত্র ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ডও। চতুর্থ উইকেট জুটিতে বাটলার ও মর্গান জুটি দারুণ দৃঢ়তা দেখান। এই জুটিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।  ওয়ান ডাউনে খেলতে নামা বটালার একাই শ্রীলঙ্কান বোলারদের প্রতিহত করেন। তিনি চলমান বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করনে। ৬৭ বলে ১০১ রান করেন। যাতে ৬টি চারের মার ও ৬টি ছক্কা ছিল।  অধিনায়ক মর্গান ৩৬ বলে ৪০ রান করে তাঁকে যোগ্য সহায়তা দেন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গ্রুপ-১-এ শীর্ষে রয়েছে ইংল্যান্ড। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত একটি জয় পেয়েছে লঙ্কানরা। তা ছিল বাংলাদেশের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম