টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৪, 11:15 AM
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৪, 11:15 AM
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, দুইজন গ্রেফতার
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়া, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বুধবার (২৭ নভেম্বর) রাতে এরশাদ নগর এলাকায় যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান চালিয়ে দুই নকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন এরশাদ নগর ২নং ব্লকের মৃত হারুনের ছেলে বিপ্লব ও ৪নং ব্লকের ইসমাইল হোসেন এর ছেলে সজীব হোসেন। গ্রেফতারের পর তাদের পূর্ব থানায় হস্তান্তর করা হয়। এলাকা সুত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু ও যুবদলের ৪৯নং ওয়ার্ড সভাপতি আনোয়ার ওরফে টিভি আনোয়ার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের দশজন আহত হয়। এ ঘটনার পর বুধবার রাতে ফের কামু গ্রুপ ও টিভি আনোয়ার গ্রুপের সমর্থক কর্মীরা ধারালো অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে সেনা কর্মকর্তা মেজর আসিফের নেতৃত্বে যৌথ বাহিনী এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মামলার আসামি সজীব ও বিপ্লবকে গ্রেফতার করে। এ বিষয়ে কামরুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টিভি আনোয়ার গড়ূপেড় লোকজন অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক তান্ডব চালাচ্ছে। সিটি ক্যামেরার ফুটেজ দেখলে এর প্রমাণ মিলবে। অপরদিকে, যুবদল নেতা আনোয়ার বলেন, আমার লোকজন অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর বিষয়টি মিথ্যা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুরো টঙ্গী এলাকায় বিএনপি নেতাকর্মীদের দখলবাজি, চাঁদবাজি, ঝুট ব্যবসা ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ফের আনোয়ার গ্রুপের লোকজন ধারালো অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। সন্ত্রাসী দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।